Wellcome to National Portal
  • 2024-11-21-04-33-92a49ae0a478c456f6650937e50ab2c8
  • 2023-03-21-05-03-ab40699604fe613c76513f3ae41e09ee
  • 2023-03-21-03-57-bd440c7c727f21702f3a48df333bc4b8
  • 2024-12-09-10-28-830b3775396196f4d849937c2efac05f
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২০

Design and Implementation of Solar Power Plant বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু


প্রকাশন তারিখ : 2020-01-23

বিপিএমআই-এর পূর্বাচল ক্যাম্পাসে Design and Implementation of Solar Power Plant বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্রেডা-এর চেয়ারম্যান জনাব মোঃ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ কোর্সটি ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ কোর্সে অংশগ্রহণকারী প্রকৌশলীগণ সোলার পাওয়ার প্ল্যান্টের ফিজিবিলিটি স্টাডি, ডিজাইন ও বাস্তবায়ন তদারক করতে সক্ষম হবেন।

বাংলাদেশে এ ধরণের কোর্স এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রকৌশলীদের জন্য কোর্সটির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে প্রাইভেট সেক্টরের এবং সদ্য পাশ করা প্রকৌশলীদের জন্য একই ধরণের কোর্সের আয়োজন করা হবে।