একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অন্যতম চালিকা শক্তি হলো বিদ্যুৎ। এ বিষয়টি অনুধাবন করে সরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ‘সবার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ’ নিশ্চিতকরণের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির অর্থাৎ বিদ্যুৎ খাতে নিযুক্ত মানবসম্পদের গুণগত উন্নয়ন সাধনের নিমিত্ত একটি আন্তর্জাতিকমানের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ বিভাগ কর্তৃক ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) গঠন করা হয়।
বিপিএমআই বিদ্যুৎ খাতের শীর্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বিদ্যুৎ খাতে সরকারী ও বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা বিপিএমআই-এর প্রধান কাজ। নিজস্ব কোন অবকাঠামো সুবিধা না থাকা সত্ত্বেও এ সব প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। একটি ভাড়া-ভিত্তিক ভবনে প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে আধুনিক প্রশিক্ষণ সুবিধা সৃজন করা হয়েছে।