বিপিএমআই সকলের নিকট সহজবোধ্য বিদ্যুৎ ও ব্যবস্থাপনা বিষয়ক একটি বিশ্বকোষ সংকলন করতে চায়, যার নাম দেয়া হয়েছে 'BPMI-Pedia'। ফেসবুক ছাড়াও ভবিষ্যতে এটি ইন্টারনেটে আপলোড করা হবে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিপিএমআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে এর লিংক থাকবে। পরবর্তীতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে এ বিশ্বকোষ সম্পর্কে অবহিত করা হবে।
বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে যেসব আর্টিকেল লিখেছেন, সেগুলি পর্যায়ক্রমে ফেসবুকের BPMI-Pedia-তে পোস্ট করা হবে এবং BPMI ও BPMI Alumni Group-এর পেজে শেয়ার করা হবে। এর উপর সবাইকে মন্তব্য বা সংশোধনের প্রস্তাব প্রদানের জন্য অনুরোধ করা হল। এ সব মন্তব্য বা সংশোধন/উন্নয়নের প্রস্তাব বিবেচনা করে গ্রুপের কোন একজন সদস্য যদি একটি চূড়ান্ত আর্টিকেল তৈরি করে দেন, তা’হলে তা’ বিপিএমআই-এর ওয়েবসাইটে চূড়ান্তভাবে আপলোড করা হবে। ভবিষ্যতে সকল আর্টিকেল নিয়ে একটি বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই রচনা বা সম্পাদনাকারী কর্মকর্তার নাম উল্লেখ করা হবে।
বিশ্বকোষটি ইন্টারনেটে আপলোড করা হলে সাধারণ জনগণ সহজে ও বাংলায় টেকনিক্যাল বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। এ কার্যক্রমে আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি।