Wellcome to National Portal
  • 2024-11-21-04-33-92a49ae0a478c456f6650937e50ab2c8
  • 2023-03-21-05-03-ab40699604fe613c76513f3ae41e09ee
  • 2023-03-21-03-57-bd440c7c727f21702f3a48df333bc4b8
  • 2024-12-09-10-28-830b3775396196f4d849937c2efac05f
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০২০

ভিশন, মিশন ও কার্যাবলি

রূপকল্প (Vision):

মানসম্মত বিদ্যুৎ সেবা প্রদানে সক্ষম জনবল সৃজনে যথাযথ প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা।

 

অভিলক্ষ্য (Mission):

বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের সুষম ও সমন্বিত উন্নয়নে পর্যাপ্ত দক্ষতাসম্পন্ন এবং নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান।

 

কৌশলগত উদ্দেশ্যসমূহ

১.      বিদ্যুৎ খাতের কর্মীদের পেশাগত সক্ষমতার উন্নয়ন;

২.      প্রশিক্ষণ প্রদানে বিদ্যুৎ বিভাগের সক্ষমতা বৃদ্ধি;

৩.      বিপিএমআই-এর অবকাঠামোগত ও প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি; এবং

৪.      সৃজনশীল ও উদ্ভাবনী চর্চার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন।

 

প্রধান কার্যাবলি

১.      বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থা/কোম্পানিতে প্রকৌশলী ও কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান;

২.      বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থা/কোম্পানিতে প্রকৌশলী ও কর্মকর্তাদের কারিগরি, ব্যবস্থাপনাগত প্রশিক্ষণ প্রদান;

৩.      বিদ্যুৎ খাতে বেসরকারী কোম্পানি প্রকৌশলী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান;

৪.      বিদ্যুৎ বিভাগকে প্রশিক্ষণ এবং জনবলের দক্ষতা উন্নয়ন সম্পর্কিত পরামর্শ প্রদান;

৫.      জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্স আয়োজন; এবং

৬.      সমধর্মী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও নেটওয়ার্কিং বৃদ্ধি।