Wellcome to National Portal
  • 2024-11-21-04-33-92a49ae0a478c456f6650937e50ab2c8
  • 2023-03-21-05-03-ab40699604fe613c76513f3ae41e09ee
  • 2023-03-21-03-57-bd440c7c727f21702f3a48df333bc4b8
  • 2024-12-09-10-28-830b3775396196f4d849937c2efac05f
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২২

সাধারণ জিজ্ঞাসাসমূহ

১। বিপিএমআই কী?

 

উত্তর: বিপিএমআই বাংলাদেশের বিদ্যুৎ খাতের শীর্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বিদ্যুৎ খাতে সরকারী ও বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা বিপিএমআই-এর প্রধান কাজ। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ‘সবার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ’ নিশ্চিতকরণের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির অর্থাৎ বিদ্যুৎ খাতে নিযুক্ত মানবসম্পদের গুণগত উন্নয়ন সাধনের নিমিত্ত একটি আন্তর্জাতিকমানের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যকে সামনে রেখে  বিদ্যুৎ বিভাগ কর্তৃক ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) গঠন করা হয়।

 

২। বিপিএমআই-তে কী ধরণের প্রশিক্ষণ হয়?

 

৩। বিপিএমআই-তে কারা প্রশিক্ষণ নিতে পারেন?

 

৪। বিপিএমআই-তে প্রশিক্ষণের ধরণ কী কী?

 

৫। প্রশিক্ষণ কত দিন মেয়াদের হয়ে থাকে?

 

৬। প্রশিক্ষণের ফি কিভাবে পরিশোধ করা যায়?

 

৭। প্রশিক্ষণ ছাড়া আর কী কী হয় বিপিএমআই-তে?

 

৮। বিপিএমআই-এর বিভিন্ন কোর্সে প্রাক্টিক্যাল বা হ্যান্ডস-অন প্রশিক্ষণ থাকে কি-না?

 

৯। বিপিএমআই-এর বিভিন্ন কোর্সে কারা প্রশিক্ষক থাকেন?

 

১০। বেসরকারী সংস্থা বা কোম্পানির কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নিতে পারেন কি-না?

 

১১। বিপিএমআই-এর প্রশিক্ষণে মূল্যায়ন পদ্ধতি কী রকম?

 

(পাতাটি নির্মাণাধীন রয়েছে)